ডাম্বুলায় আকবরের সেঞ্চুরি ছাপিয়ে চামিকার ৯ উইকেটে

ডাম্বুলায় আকবরের সেঞ্চুরি ছাপিয়ে চামিকার ৯ উইকেটে
ডাম্বুলায় আকবরের সেঞ্চুরি ছাপিয়ে চামিকার ৯ উইকেটে

প্রথম চারদিনের ম্যাচ হয়েছে ড্র। দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। আকবর আলি ছাড়া কেউই আলো ছড়াতে পারলেন না ডাম্বুলায়। আকবরের ১২৯ রানের ইনিংসে বাংলাদেশ প্রথম ইনিংসে পায় ২৫১। জবাব দিতে নেমে ৩ উইকেটে ৮১ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কার ব্যাটাররা। 

প্রথম ইনিংসে এখনও ১৭০ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। হাতে বাকি ৭ উইকেট। এর আগে অবশ্য বল হাতে বাজিমাত করেন চামিকা গুনাসেকারা। একাই দখলে নেন বাংলাদেশের ৯ উইকেট। ১৯.৫ ওভার বল করে মাত্র ৫৮ রান খরচায় শিকার করেন বাংলাদেশের দশ উইকেটের ৯টিই। জাতীয় দলের হয়ে মাত্র ১ ওভার বল করা চামিকা গুনাসেকারা ইমার্জিং দলের হয়ে লিখলেন এক ইনিংসে ৯ উইকেট শিকারের অনন্য রেকর্ড। 

প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ খুব একটা সুবিধা করে উঠতে পারেনি প্রথম দিন। ৪৭ ওভার খেলতে গিয়ে হারায় ৬ উইকেট, স্কোরবোর্ডে আসে ১৫৬ রান। শ্রীলঙ্কান ফাস্ট বোলার চামিকা গুনাসেকারা একাই তুলে নেন ৬ উইকেট। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করে অপরাজিত থাকা আকবর আলি আজ ফের ব্যাটিংয়ে নামে।

এদিন তাকে দারুণভাবে সঙ দেন হাসান মুরাদ। ১৩৫ বল মোকাবিলা করে হাসান মুরাদ সংগ্রহ করেন ২৪ রান। সপ্তম উইকেটের এই জুটি থেকে আসে ৮৫ রান। এরমাঝেই আকবর আলি হাঁকিয়ে ফেলেন সেঞ্চুরি। ব্যক্তিগত ২৭ রানে মুরাদের আউট হলে বেশিদূর যায়নি বাংলাদেশের ইনিংস। শেষ ব্যাটার হিসেবে আকবর আলি আউট হন ১২৯ রানে। ২০২ বলে তার এই ইনিংস সাজানো ১৪ চার ও ২ ছক্কায়।  

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৫১ রান টপকাতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় শ্রীলঙ্কা। নাহিদ রানা ও মুশফিক হাসানের পেস তোপে দলীয় ৪০ রানেই নেই শ্রীলঙ্কা ইমার্জিং দলের ৩ ব্যাটার। শেষপর্যন্ত তারা দিন শেষ করেছে স্কোরবোর্ডে ৮১ রান জমা করে। অধিনায়ক সুনাল দিনুশা ৬ ও আহান বিক্রমাসিংহে ওয়ানডে মেজাজে খেলে অপরাজিত আছেন ৩৫ রানে।  

Scroll to Top