টানা দাবদাহের পর অবশেষে সিলেটে স্বস্তির বৃষ্টি

টানা দাবদাহের পর অবশেষে সিলেটে স্বস্তির বৃষ্টি
Nagod

১৪ দিন টানা তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে সিলেটের কোম্পানীগঞ্জে। সোমবার রাত ৯টা থেকে বৃষ্টি শুরু হয়। রাত ১০টার দিকে যা ঝড়ে রূপ নেয়। এমনকি কোথাও কোথাও শিলা বৃষ্টিও হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল সিলেট টুডের এক প্রতিবেদনে জানা যায়, পুরো সিলেটজুড়েই রাত থেকে শীতল বাতাস বাইছে। রাতে পুরো জেলায় বৃষ্টির আশা করছে আবহাওয়া অধিদপ্তর।

Bkash July

কোম্পানীগঞ্জের একজন জানান, সোমবার রাত ৯টার দিকে কোম্পানীগঞ্জে বৃষ্টি শুরু হয়। ক্ষণে ক্ষণে বৃষ্টির প্রকোপ বাড়তে থাকে। রাত ১০টার দিকে ঝড় ও শিলা বৃষ্টি শুরু হয় বলে জানান তিনি।

সন্ধ্যার পর থেকে তাপমাত্রা বাতাস শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নগরের জিন্দাবাজার এলাকার আব্দুল কাইয়ুুমও। তিনি বলেন, গরমে ঈদের ব্যবসাও কমে গিয়েছিলো। একে তো গরম ও তার ওপর লোডশেডিং। তাই দোকানে থাকা যাচ্ছিল না। সন্ধ্যার পর থেকে বাতাস শুরু হওয়ায় গরম অনেকটা কমেছে।

Reneta June

পুরো সিলেটেই রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, কোম্পানীগঞ্জসহ দু’একটি এলাকায় বৃষ্টির খবর পেয়েছি। পুরো সিলেটেই আজ রাতে বৃষ্টি হতে পারে। এ আভাস আমরা আগেই দিয়েছিলাম।

 

Labaid

Scroll to Top