আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। সোমবার চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কিপিং করার সময় ডান হাতের বুড়ো আঙুলে বলের আঘাত পান মুশফিক। মঙ্গলবার এক্স-রে করার পর দেখা যায় আঙুলে চিড় ধরেছে। তাতে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বাধিক রানের মালিক খেলতে পারছেন না দুই ম্যাচের টেস্ট সিরিজটিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের বল ধরতে গিয়ে ডান হাতের বুদ্ধাঙ্গুলিতে চোট পান। অবশ্য কিপিংয়ের পাশাপাশি ওই ম্যাচে ব্যাটিংও করেন। গুরুত্বপূর্ণ সময়ে৩৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেন, সপ্তম উইকেটে রিশাদ হোসেনের সঙ্গে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটিরও অংশ ছিলেন।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, অন্তত তিন থেকে চার সপ্তাহ মুশফিককে মাঠের বাইরে থাকতে হবে। মি.ডিপেন্ডেবলের বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করেনি বিসিবি।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি ও ওয়ানডে শেষে এবার মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে। এরপর ৩০ মার্চ থেকে দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
