বিপিএলে ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের হয়ে খেলার আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। তবে বিরূপ পরিস্থিতিতে পড়ার শঙ্কায় লাল-সবুজদের সাবেক অধিনায়ককে দলে রাখেনি রংপুর। এবার গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে দুবাইয়ের ফ্র্যাঞ্চাইজি দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন সাকিব। অর্থাৎ, সব ঠিক থাকলে বিপিএলে নিজের সাবেক ফ্র্যাঞ্চাইজি রংপুরের বিপক্ষেই দেখা যেতে পারে ৩৮ বর্ষী অলরাউন্ডারকে।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের ছবি দিয়ে তারা লিখেছে, ‘সাউথ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের বদলি হিসেবে কিংবদন্তি অলরাউন্ডার (সাকিব আল হাসান) আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।’
গত বছর প্রথমবার পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের ৫টি দল নিয়ে আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লিগ। এবারও এর দলসংখ্যা বাড়েনি।
১০ জুলাই শুরু হবে ফ্র্যাঞ্চাইজি লিগটির দ্বিতীয় আসর। ১৬ জুলাই বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর ও দুবাই ক্যাপিটালস মুখোমুখি হবে। এর আগে ১০ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে সাকিবের দল দুবাই। এরপর ১১ জুলাই হোবার্ট হারিকেন্স, ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে।