ঢাকা, ০৮ ফেব্রুয়ারি – জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ছয় মাস পর দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার এক কঠিন সময়ে এসে উপনীত হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না৷
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র সংস্কার ফোরামের আয়োজনে নির্বাচন সংস্কার বিশ্লেষণ শিরোনামে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় জাতীয় পার্টির (রওশন) সাবেক নেতা গোলাম সারোয়ার মিলন, নিরাপদ সড়ক চাই-নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, রাজনৈতিক বিশ্লেষক আমিরুল করিমসহ আরও অনেকে বক্তব্য দেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ছয় মাস পরে এসে অন্তর্বর্তী সরকার ক্রুশিয়াল টাইমে এসে পড়েছে। উনি (প্রধান উপদেষ্টা) দেশের অর্থনীতির অবস্থা ভালো করতে পারেননি। এত বড় অর্থনীতিবিদ! জিনিসের দাম কমাতে পারেননি। ইনভেস্টমেন্ট বাড়েনি, ইনকাম রেট বাড়েনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল।
আশঙ্কা প্রকাশ করে মান্না বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানুষ যদি রাস্তায় নামে তবে এ সরকার কি তা থামাতে পারবে? কোনো একটি রাজনৈতিক দল যদি তা সমর্থন করে হরতাল ডাকে তবে তা মোকাবিলা করার জন্য কি পুলিশ নামবে? সরকার তো ভালনারেবল। এরকম সরকার দিয়ে তো দীর্ঘদিন ভালো শাসন চালাতে পারবেন না। যখন তখন সেটা ভেঙে যেতে পারে।
তবে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জুগিয়ে যাওয়ার যৌক্তিকতায় মান্না বলেন, আমরা সরকারের সমালোচনা করি কিন্তু কাঠগড়ায় তুলি না। আমরা জানি এ সরকার পরাজিত হলে আমরাও পরাজিত হবো।
সংস্কার কমিশনের রিপোর্ট প্রসঙ্গে মান্না বলেন, এরপরে মূল কথা কী? ৬টা সংস্কার কমিশনের মধ্যে কমন কতগুলো কথা পাওয়া যায়। আলোচনা করে কতগুলোতে ঐকমত্য করা যায়। তার ওপর নির্ভর করছে সংস্কারের সফলতা।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এ সরকারের কাছে বলবো, এখনো সময় আছে। এখনো যদি পুতুপুতু করেন, কিছু করতে পারবেন না। এখন তাদের ডিসাইসিভ রোল প্লে করতে হবে। এ কারণে যে খুব সম্প্রতি একটা অশুভ ইঙ্গিত পাওয়া গেছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ নিয়ে যে উত্তেজনা বিরাজ করছে, তা প্রশমনের প্রচেষ্টা সরকারকে করতে হবে বলে মন্তব্য করেন মান্না।
তিনি বলেন, কেউ যদি উসকানি দেয় আর আপনি উসকান, এটা যদি প্রতি তিনমাস পরপর ঘটতে থাকে তো আগামী তিন বছরেও ভোট করতে পারবেন না। ভোট করতে একটা পরিবেশ লাগবে। আপনি জিততে চান, কিন্তু ফ্যাসিবাদের ওপর রাগ দেখিয়ে কি জিততে পারবেন? লড়াই করে, রক্ত দিয়ে যে বিজয় আমরা অর্জন করেছি, তা বুদ্ধি-স্থিরতা দিয়ে রক্ষা করতে হবে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৮ ফেব্রুয়ারি ২০২৫