রোনালদোর ‘জাদুকরী’ কিছুর অভাবে পয়েন্ট হারিয়েছে পর্তুগাল | চ্যানেল আই অনলাইন

রোনালদোর ‘জাদুকরী’ কিছুর অভাবে পয়েন্ট হারিয়েছে পর্তুগাল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

উয়েফা নেশনস লিগে স্কটল্যান্ডের বিপক্ষে জিতলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হতো পর্তুগালের। সেই ম্যাচে জালের দেখা পেলেন না ক্রিস্টিয়ানো রোনালদো, জয়ও পেল না রবের্তো মার্টিনেজের দল। কোচের ইঙ্গিত- রোনালদো জাদু দেখাতে পারেননি তাই ম্যাচও জেতেনি পর্তুগাল। তাতে কোয়ার্টারে ওঠার অপেক্ষা বেড়েছে পর্তুগালের।

এবারের নেশনস লিগে চতুর্থ ম্যাচে এসে প্রথম পয়েন্ট খোয়াল পর্তুগাল। স্কটল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রোনালদো বাহিনী। আগের তিন ম্যাচে গোল করেছিলেন সিআর সেভেন, পর্তুগালও জিতেছিল তিনটিতেই।

GOVT

পরে ৫১ বর্ষী মার্টিনেজ বলেছেন, ‘একটা সিদ্ধান্ত, ম্যাচে শুধু একটি জাদুর অভাব ছিল। এই ম্যাচ নিয়ে আমাদের অনেক আশা ছিল। ম্যাচে বল ছাড়া অন্যসব কিছুই আমরা ভালো করেছি। এটি একটি বিপজ্জনক ম্যাচ ছিল। কারণ আমরা বল দখলে এগিয়ে থাকতে পারতাম, কিন্তু আমাদের লক্ষ্য জালের দেখা। স্কটল্যান্ডও গোলের জন্য তেমন কোনো চেষ্টা করেনি।’

‘পুরো ম্যাচজুড়ে আমাদের খেলোয়াড়রা সতেজতা দেখিয়েছে। কিন্তু লক্ষ্য করেছি শেষদিকে সেটির অভাব ছিল। স্কটল্যান্ডকেও কৃতিত্ব দিতে হবে, তাদের গোল পোস্টের সামনে অনেক খেলোয়াড় ছিল। তাদের গোলরক্ষকও একটি দুর্দান্ত সেভ করেছেন।’

পর্তুগাল এ-১ গ্রুপে প্রথম তিন ম্যাচে হারিয়েছে ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড ও পোল্যান্ডকে। চতুর্থ ম্যাচে স্কটিশদের সঙ্গে ড্র করার পর ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রোয়েশিয়া।

Scroll to Top