কোপা ডেল রে’র ফাইনালে আরেকটি বার্সা-রিয়াল ক্ল্যাসিকো | চ্যানেল আই অনলাইন

কোপা ডেল রে’র ফাইনালে আরেকটি বার্সা-রিয়াল ক্ল্যাসিকো | চ্যানেল আই অনলাইন

অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা ডেল রে’র ফাইনালে উঠেছে বার্সেলোনা। শিরোপা নির্ধারণী মঞ্চে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। প্রতিযোগিতায় দীর্ঘ ১১ বছর পর ফাইনালে দেখা যাবে এল ক্ল্যাসিকো দ্বৈরথ। তবে সেই ম্যাচ নিয়ে এখনি কিছু ভাবছেন না বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। এর মাঝে আরও চারটি লিগ ম্যাচ খেলবে তারা, সেগুলোতেই নজর দিতে চান জার্মান কোচ, কারণ ফ্লিকের নজর ট্রেবল শিরোপায়।

মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় বুধবার রাতে সেমিফাইনালের ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০তে হারিয়েছে বার্সালোনা। তাতে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় শেষ ধাপে পৌঁছে গেছে ফ্লিকের দল।

লা লিগার শীর্ষ দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ শেষবার ২০১৪ সালে কোপা ডেল রে’র ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেই ফাইনালে টাটা মার্টিনোর বার্সাকে ২-১ গোলে হারিয়েছিল কার্লো আনচেলত্তির রিয়াল। এ বছর ২৬ এপ্রিল সেভিলের এস্তাদিও লা কার্তুজায় আবারও দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।

কিন্তু এখনই ফাইনাল নিয়ে ভাবছেন না ফ্লিক। এর মাঝে চারটি লিগ ম্যাচ খেলতে হবে বার্সাকে। ফ্লিক বলেছেন, ‘আমি অতীত বা ভবিষ্যতে নয়, বর্তমানে বাস করছি। তাই আমি ফাইনাল নিয়ে ভাবছি না। যদি আপনি ফাইনাল সম্পর্কে জিজ্ঞাসা করেন, আমি বলব পরবর্তী ম্যাচটি বেটিসের সঙ্গে।’

কোপা ডেল রেতে ১৯তম বারের মতো ক্ল্যাসিকো ফাইনাল খেলবে বার্সার। আগের ১৮টিতে ১১বার জিতেছে রিয়াল। তবে এ মৌসুমে দুবারের সাক্ষাতেই রিয়ালকে হারিয়েছে কাতালুনিয়ার দলটি। সান্তিয়াগো বার্নাব্যুতে গত অক্টোবরে লা লিগায় জিতেছে ৪-০তে আর স্প্যানিশ সুপার কাপ ফাইনালে গত জানুয়ারিতে তারা জিতেছে ৫-২ গোলের ব্যবধানে।

২০০৯ ও ২০১৫ সালে ট্রেবলজয়ী বার্সাকে ফ্লিক অবশ্য এখনো মাটিতেই রাখছেন, ‘এটি দারুণ একটি মুহূর্ত, তবে এমন মুহূর্ততে আমি অভিজ্ঞ। স্বপ্ন দেখতে কারও বাধা নেই। তবে এটি বাস্তবায়ন করতে কঠোর পরিশ্রম করতে হবে এবং মনোযোগী থাকতে হবে। ট্রেবল শিরোপা জয় আমাদের জন্য অনেক বড় স্বপ্ন। আমাদের কাছে প্রথমটি (সুপারকোপা) আছে, কিন্তু আমাদের এখনও আরও শিরোপার জয়ের সুযোগ আছে।’

‘তবে এটি একটি ক্ল্যাসিকো সেটা ঠিক আছে। দারুণ একটি ম্যাচের অপেক্ষায় আছি, কিন্তু তার আগে আমাদের অনেকগুলো ম্যাচ খেলতে হবে। এই মুহূর্তে এটা অন্য সব গুরুত্বপূর্ণ বিষয়ের পিছনে। আমার কাছে, এখন এটা গুরুত্বপূর্ণ নয়।’

Scroll to Top