ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা | চ্যানেল আই অনলাইন

ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইসরায়েলের কট্টর ডানপন্থী এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন, কোনো মসজিদে স্পিকারের ব্যবহার দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে এবং প্রয়োজনে স্পিকার জব্দ করতে।

দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বেন গিভির এক্সে (সাবেক টুইটার) করা এক পোস্টে এ পদক্ষেপ নেওয়ার জন্য নিজেকে “গর্বিত” বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, এই নিষেধাজ্ঞা ইসরায়েলের নাগরিকদের অযৌক্তিক শব্দের ঝুঁকি থেকে মুক্তি দেবে।

তবে, বেন গিভিরের এ সিদ্ধান্ত রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিরোধী দল লেবার পার্টির নেতা গিলাদ কারিভ এক্সে লিখেছেন, বেন গিভির ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছেন। তার উসকানিমূলক কর্মকাণ্ড আমাদের দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে।

অন্যদিকে, হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবি এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেন, এই পদক্ষেপ আরব সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ও নিপীড়নের প্রতীক।

GOVT

তিনি সতর্ক করে দিয়ে বলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার মন্ত্রীর দাঙ্গাবাজ কার্যকলাপের জন্য দায়ী থাকবেন।

Chokroanimation

Scroll to Top