বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। বিএনপি’র দেয়া ৪৮ ঘন্টার আল্টিমেটাম চলার মধ্যে খালেদা জিয়াকে মুক্তি না দিলে পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি। বিকেলে রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন, কৌশল বদলে আদালতকে ব্যবহার করছে সরকার। জাতি আজ চরম ক্রান্তি লগ্নে মন্তব্য করে তিনি বলেন দেশের ভবিষ্যৎ নিয়ে সবাই চিন্তিত। বর্তমান সরকার সহজে কথা শুনবে না তাই আন্দোলনের পর আন্দোলনের মাধ্যমে তাদের বিদায় করা হবে বলেন মির্জা ফখরুল।
৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকারকে দায় নিতে হবে: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন
- Tags : ৪৮, অনলইন, আই, খলদ, ঘণটর, চযনল, জযক, দয়, দল, ন, নত, ফখরল, মকত, মধয, মরজ, সরকরক, হব