৩৮ হাজার বেলুনে তৈরি বিশ্বের দীর্ঘতম ড্রাগন

৩৮ হাজার বেলুনে তৈরি বিশ্বের দীর্ঘতম ড্রাগন

১৩৭ ফুটের বেশি দীর্ঘ এক ড্রাগন রাগি রাগি চোখে তাকিয়ে বিশাল হাঁ করে আছে। মনে হচ্ছে, সামনে যা কিছু পাবে, সাবাড় করে ফেলবে। কিন্তু এই ড্রাগন দেখে কেউ ভয় পাচ্ছেন না, উল্টো সবাই আসছেন এর সঙ্গে ছবি তুলতে।

আনুমানিক ৩৮ হাজার বায়োডিগ্রেডেবল রাবার বেলুন দিয়ে তৈরি করা হয়েছে দৈত্যাকৃতির এই ড্রাগন। এরই মধ্যে এটি বেলুন দিয়ে তৈরি সবচেয়ে বড় ড্রাগনের ভাস্কর্য হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছে।

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের একটি শপিং মলে গত ২৪ জানুয়ারি এই ড্রাগন প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

Scroll to Top