৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল উইন্ডিজ | চ্যানেল আই অনলাইন

৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল উইন্ডিজ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তানের পাঁচ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে, তিন ব্যাটার পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। বড় লক্ষ্যে নেমে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে তারা কেবল ৯২ রানে গুটিয়ে গেছে। হার দিয়ে সিরিজ শুরু করা ক্যারিবীয়রা সিরিজ শেষ করেছে ২-১ ব্যবধানে জিতে। পাকিস্তানকে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হারাতে উইন্ডিজদের ৩৪ বছরের অপেক্ষা শেষ হল।

১৯৯১ সালের নভেম্বরে পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। তারপর থেকে এবারের জয়ের মাঝে দুই দলের ১১ ওয়ানডে সিরিজের একটি শেষ হয়েছিল সমতায়, টানা ১০টি সিরিজ জিতেছিল পাকিস্তান।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রানের পুঁজি দাঁড় করায় শাই হোপের দল। রানতাড়ায় নেমে ২৯.২ ওভারে ৯২ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

শাহিন আফ্রিদিকে বিশ্রামে রাখা দলটির পেসাররা কার্যকর কিছু দেখাতে পারেননি। উইন্ডিজের শুরুটা হয়েছিল দ্রুত উইকেট হারিয়ে। ৫ রান করে ব্রেন্ডন কিং আউট হওয়ার পর কেসি কার্টি ফেরেন ১৭ রানে। ৬৪ রান আসে রোস্টন চেজ-হোপের জুটিতে।

২৯ বলে ৩৪ রানে আউট হন চেজ। ওপেনার এভিন লুইস করেন ৩৭ রান। একপ্রান্ত আগলে রেখে দলকে সামনে টানতে থাকেন অধিনায়ক হোপ। আশা হয়ে টিকে থাকা ব্যাটারই ১৮৪ রানে ৬ উইকেট হারানো ক্যারিবীয়দের ২৯৪ রানে পৌঁছে দিয়েছেন। হোপকে সঙ্গ দিয়ে ক্যামিও ইনিংস খেলেছেন জাস্টিন গ্রিভস। ২৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৩ করে আউট হন তিনি। ১৮তম ওয়ানডে সেঞ্চুরি করা হোপ ৯৪ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১২০ রানে অপরাজিত ছিলেন।

পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন নাসিম শাহ ও আবরার আহমেদ।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই লেজেগোবরে অবস্থা পাকিস্তানের। রানের খাতা খোলার আগে আউট হন সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান। মাঝে ৯ রান করে এলবিডব্লিউ হন বাবর আজম। অধিনায়ক সালমান আলি আঘার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩০ রান। অপরাজিত মোহাম্মদ নওয়াজের ২৩ এবং হাসান নওয়াজের ১৩ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

উইন্ডিজের হয়ে ক্যারিয়ারসেরা ১৮ রান খরচায় ৬ উইকেট শিকার করেন ২৩ বর্ষী জেইডেন সিলেস। গুডাকেশ মোতি নেন ২টি ও চেজ নেন একটি উইকেট।

Scroll to Top