নিকোল কিডম্যানের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কৃত্রিম একটি কবরের পাশে দাঁড়িয়ে একে অপরকে হাসিমুখে আলিঙ্গন করছে দুই বোন। ক্যাপশনে লেখা, ‘জাদুকরেরা ফিরে এসেছে।’ এ ঘোষণাই যেন ভক্তদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে।
অনেকেই হয়তো জানেন, নিকোলের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনির সম্পর্ক কত গভীর।
