‘২০২৩-এ অবসর নিতে পারত, এখন সম্মান হারাচ্ছে’, ধোনিকে নিয়ে বিস্ফোরক KKR প্রাক্তন

‘২০২৩-এ অবসর নিতে পারত, এখন সম্মান হারাচ্ছে’, ধোনিকে নিয়ে বিস্ফোরক KKR প্রাক্তন

Last Updated:

এবার ধোনিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেকেআরের প্রাক্তন মনোজ। ধোনির আইপিএল খেলা নিয়ে এখন গোটা দেশ জুড়ে চলছে চর্চা। ব্যাটিং অর্ডারে ন’নম্বরে ব্যাট করছেন।

News18‘২০২৩-এ অবসর নিতে পারত, এখন সম্মান হারাচ্ছে’, ধোনিকে নিয়ে বিস্ফোরক KKR প্রাক্তন
News18

কলকাতা: সেঞ্চুরি করে পরের ম্যাচে বিশ্রাম। ভারতীয় ক্রিকেটে তাঁর সঙ্গে যেটা হয়েছিল, তা হয়তো আর কারও সঙ্গে হয়নি! অবিচার যে তাঁর সঙ্গে হয়েছিল, তা আর বলে দিতে হয় না। তবে সেই রাগ আর মনে পুষে রাখেননি বাংলার তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি। তবে অভিমান এখনও কিছুটা রয়েছে বটে!

এরই মধ্যে এবার ধোনিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেকেআরের প্রাক্তন মনোজ। ধোনির আইপিএল খেলা নিয়ে এখন গোটা দেশ জুড়ে চলছে চর্চা। ব্যাটিং অর্ডারে ন’নম্বরে ব্যাট করছেন। মাঠে তাঁর উপস্থিতিও সেভাবে দেখা যাচ্ছে না। একমাত্র এখনও স্টাম্পিং-এর সময় তাঁর রিফ্লেক্স নিয়ে কথা হচ্ছে। চেন্নাই সুপার কিংস তারকা এবারের আইপিএলে অনেকটাই ম্লান।

আরও পড়ুন- ডিভোর্স হয়েছে, ৫ কোটি টাকা নিয়েছে প্রাক্তন স্ত্রী! চাহালের নতুন প্রেমিকার জীবনও সুখের নয়

শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে ধোনি সাত নম্বরে নামেন। তবুও দলকে জেতাতে ব্যর্থ হন। ফিনিশার তকমা প্রায় মুছেই যাচ্ছে তাঁর নামের পাশ থেকে। এদিকে ধোনির হাঁটুর জোর কমেছে বলেও জানাচ্ছেন তাঁর দলের কোচ স্টিফেন ফ্লেমিং।

এই নিয়ে এবার মনোজ তিওয়ারি বললেন, ”২০২৩ সালে ওর অবসর নেওয়াই সঠিক সময় ছিল। আইপিএল ট্রফি জেতার পরই অবসর নিয়ে ফেলতে পারত। আমার কোথাও যেন মনে হচ্ছে গত দু’বছরে ধোনি যে নাম, যশ এবং শ্রদ্ধা অর্জন করেছিল ক্রিকেট খেলে, তা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।”

আরও পড়ুন- ভরা আইপিল, ম্যাচ চলছে, তারকা বোলার ঘুমোচ্ছেন! IPL-এ এই ঘটনা আগে ঘটেনি

মনোজ তিওয়ারি আরও বলেন, ”ধোনির এরকম স্লো খেলা ভক্তরাও মেনে নিতে পারছে না। আগের সেই ঝলক নেই। বছরের পর বছর ধরে যে বিশ্বাস, আস্থা ধোনি গড়ে তুলেছিল, বিশেষ করে চেন্নাই ভক্তদের মধ্যে, সেই ভক্তরাই তাঁর বিরুদ্ধে কথা বলছে। ধোনির প্রতি ধীরে ধীরে আস্থা হারাচ্ছে অনেকের।”

বাংলা খবর/ খবর/খেলা/

‘২০২৩-এ অবসর নিতে পারত, এখন সম্মান হারাচ্ছে’, ধোনিকে নিয়ে বিস্ফোরক KKR প্রাক্তন

Next Article

ভরা আইপিল, ম্যাচ চলছে, তারকা বোলার ঘুমোচ্ছেন! IPL-এ এই ঘটনা আগে ঘটেনি

Scroll to Top