২০০৭ টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর ফের ফিরল বোল আউট! এবার কোথায় হল ক্রিকেটের টাইব্রেকার?

২০০৭ টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর ফের ফিরল বোল আউট! এবার কোথায় হল ক্রিকেটের টাইব্রেকার?

Last Updated:

Bowl Out Rule In Cricket Returns After 18 Years: লন্ডনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস ২০২৫-এর দ্বিতীয় ম্যাচে দেখা গেল ১৮ বছর পর বল আউট নিয়মের প্রয়োগ। মনে পড়ে গেল ২০০৭ টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ।

News18২০০৭ টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর ফের ফিরল বোল আউট! এবার কোথায় হল ক্রিকেটের টাইব্রেকার?
News18

লন্ডনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস ২০২৫-এর দ্বিতীয় ম্যাচে দেখা গেল ১৮ বছর পর বল আউট নিয়মের প্রয়োগ। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলাটি বৃষ্টির কারণে ১১ ওভারে কমিয়ে আনা হয়। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেট হারিয়ে ৭৯ রান তোলে। এরপর বৃষ্টির বাঁধা পেরিয়ে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ৮১ রান। উত্তেজনাপূর্ণ খেলায় দক্ষিণ আফ্রিকা ৮০ রানেই থেমে যায়, ফলে ম্যাচ টাই হয়ে যায়।

ম্যাচ টাই হওয়ার পর ফল নির্ধারণে নেওয়া হয় বল আউটের আশ্রয়, যা ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম দেখা গেল। বল আউটে দুই দলের পাঁচজন করে বোলার উইকেট লক্ষ্য করে বল করেন। এই সময় কোনো ব্যাটার না থাকলেও উইকেটকিপার থাকেন স্টাম্পের পেছনে। যে দল বেশি স্টাম্প হিট করতে পারে, তারাই বিজয়ী হয়। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়।

এই নিয়ম ক্রিকেটপ্রেমীদের মনে করিয়ে দেয় ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে সেই ঐতিহাসিক ভারত-পাকিস্তান ম্যাচের কথা। যেখানে ভারত বল আউটে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল। সেবার ভারতের বোলাররা, বিশেষ করে বীরেন্দ্র সহবাগ, হরভজন সিং ও রবিন উথাপ্পা, অনুশীলনের ফল কাজে লাগিয়ে স্টাম্প হিট করতে সক্ষম হন। পাকিস্তান সেদিন একবারও স্টাম্প হিট করতে পারেনি।

ক্রিকেটে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অনেক পুরনো নিয়ম এখন আর দেখা যায় না। তবে বল আউটের মতো ঐতিহাসিক নিয়ম আবার ফিরে এসে প্রমাণ করলো—খেলার মাঠে নাটকীয়তার শেষ নেই। লেজেন্ডস লিগের এই ম্যাচটি কেবল দু’দলের নয়, ক্রিকেট ইতিহাসেও একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকলো।

বাংলা খবর/ খবর/খেলা/

২০০৭ টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর ফের ফিরল বোল আউট! এবার কোথায় হল ক্রিকেটের টাইব্রেকার?

Scroll to Top