২০ মামলার পলাতক আসামী জুয়েল শেখ গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

২০ মামলার পলাতক আসামী জুয়েল শেখ গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চুরির ২০ মামলার পলাতক আসামী মো. জুয়েল শেখ র‌্যাবের জালে ধরা পড়ছে। বৃহস্পতিবার ৭ আগস্ট রাতে ফেনী সদর উপজেলার ব্রাহ্মণপুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার ৮ আগস্ট দুপুরে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার লাকসাম রেলওয়ে থানার একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামী মো. জুয়েল শেখকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

আসামী মো. জুয়েল শেখ বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার কুমারিয়া ঝোলা গ্রামের মো. ফারুকের ছেলে।

সিডিএমএস পর্যালোচনা করে মো. জুয়েলের বিরুদ্ধে ফেনী থানা, কুমিল্লার লাকসাম থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চুরির ২০ টি মামলার তথ্য পাওয়া গেছে।

এছাড়া র‌্যাব ৩টি অভিযানে সাজাপ্রাপ্ত আসামী কমল চন্দ্র, ধর্ষণ মামলার আসামী শাহাদাত, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে।

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Scroll to Top