ভারতের হরিয়ানার গুরুগ্রামে ২০ টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে।
রোববার (২০ জুলাই) এনডিটিভি এই খবর প্রকাশ করে। শনিবার (১৯ জুলাই) এই ঘটনা ঘটে বলে জানা যায়।
ভারতীয় পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, গত রাতে জামশেদ তার মা রাজিয়ার কাছে ২০ টাকা চেয়েছিল কিন্তু রাজিয়া তাকে টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ক্ষুব্ধ হয়ে সে তার ৫৬ বছর বয়সী মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, মাকে হত্যা করার পর জামশেদ সারা রাত একই বাড়িতে ঘুমিয়ে ছিল। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামশেদ একজন মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে গাঁজা ও আফিম সেবন করে আসছে বলে জানায় পুলিশ। ছেলেটির বাবা মোবারক মাত্র চার মাস আগে মারা গেছেন বলেও জানা যায়।