১৯ মাস পর বেলজিয়াম দলে ফিরলেন থিবো কোর্ত্তয়া | চ্যানেল আই অনলাইন

১৯ মাস পর বেলজিয়াম দলে ফিরলেন থিবো কোর্ত্তয়া | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বেলজিয়ামের আগের কোচ ডমিনিক টেডেসকোর সঙ্গে ঝামেলার কারণে বেলজিয়াম দলে খেলতে চাননি গোলরক্ষক থিবো কোর্ত্তয়া। টেডেসকোর পর দলটির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন রুডি গার্সিয়া। তার অধীনে ১৯ মাস পর জাতীয় দলের জন্য ডাক পেয়েছেন এ গোলরক্ষক।

উয়েফা নেশনস লিগে রেলিগেশন থেকে উন্নতির জন্য ইউক্রেনের বিপক্ষে আগামী সপ্তাহে মাঠে নামবে। দুই লেগের এ ম্যাচের জন্য নতুন কোচ গার্সিয়া কোর্ত্তয়াকে দলে ডাকতে দেরি করেননি। প্রথম লেগে নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার পর দ্বিতীয় লেগ হবে বেলজিয়ামে।

কোর্ত্তয়া সতীর্থদের কাছে ক্ষমা চাইবে কি না এমন প্রশ্নের উত্তরে গার্সিয়া বলেছেন, ‘আমরা নতুনভাবে শুরু করতে যাচ্ছি। সোমবারের আগে কোনো খেলোয়াড়ের সাথে আমার দেখা হবে না। তবে বিষয়টি কি তা জানার জন্য আমরা তাদের সাথে কথা বলব।’

‘কিন্তু এক বছর আগে কি ঘটেছিল সেটা নিয়ে চর্চা করতে আমি চাইছি না। অন্যথায় আমরা দলের কোনো উন্নতি করতে পারব না।’ তবে বেলজিয়ামের কোচ গার্সিয়া তার দলে অধিনায়ক কে হবেন সেটা প্রকাশ করতে চাননি। কোর্ত্তয়া, কেভিন ডি ব্রুইন এবং রোমেলো লুকাকু এর অন্যতম দাবিদার তার কাছে।

Scroll to Top