গত গ্রীস্মেই ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে দলে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। রিভার প্লেট মিডফিল্ডারও আগ্রহী ছিলেন। ক্লাব রিলিজ ক্লজ বাড়িয়ে দেয়ায় আর সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেয়া হয়নি আর্জেন্টাইনের। ১৭ বর্ষী মিডফিল্ডারকে এবার দলে টেনেছে লা লিগার জায়ান্ট ক্লাবটি।
স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ছয় মৌসুমের চুক্তিতে রিভার প্লেট থেকে রিয়ালে নাম লিখিয়েছেন মাস্তানতুয়োনো। ২০৩১ সাল পর্যন্ত রিয়ালে থাকবেন। তাকে পেতে রিভার প্লেটকে সাড়ে ৪ কোটি ইউরো দিতে হবে মাদ্রিদের ক্লাবটিকে। অবশ্য এই অর্থ ধাপে ধাপে পরিশোধ করবে রিয়াল।
তবে এখনই রিয়ালে যোগ দিচ্ছেন না মাস্তানতুয়োনো। রিভার প্লেটের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলে আগামী আগস্টে যোগ দেবেন লস ব্লাঙ্কোস ডেরায়। তখন তার বয়স হবে ১৮ বছর।
গত দুমৌসুম নিয়মিত রিভার প্লেটের মূল দলে খেলছেন মাস্তানতুয়োনো। গত সপ্তাহে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের শেষদিকে থিয়েগো আলমাদার বদলি হিসেবে নামেন আর্জেন্টিনার জার্সিতে। তাতে সবচেয়ে কমবয়সী হিসেবে অভিষেক হয় মেসির দলে।
লিভারপুল থেকে ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এবং বোর্নমাউথ থেকে ডিন হুইজেনের আসার পর গ্রীষ্মকালীন দলবদলে রিয়ালের তৃতীয় সাইনিং এটি।