চাঁদ আর তারার গোপন প্রেম—রাতের আকাশের এই চিরন্তন রূপকথাকে ঘিরে তৈরি হয়েছে একটি হৃদয়স্পর্শী গান, ‘একলা তারা’। যা লেখা হয়েছিলো ১৩ বছর আগে! সেই গানটি এবার এলো ধ্রুব মিউজিক স্টেশনে!
সফট মেলোডিক যে গানটি একাকিত্ব, অপেক্ষা ও আত্মোপলব্ধির গল্প বলে। ধ্রুব মিউজিক স্টেশনের ‘আমার গান’ প্রতিযোগিতায় অংশ নিয়ে গানটি নির্বাচিত হয়েছে সেরা ২০-এর তালিকায়, যেখানে প্রতিযোগিতায় জমা পড়েছিল প্রায় ১০ হাজার গান।
গানটি লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন সৌরভ অধিরাজ।
ছোটবেলা থেকেই সংগীতচর্চায় নিজেকে প্রস্তুত করেছেন মা-এর কাছ থেকে পাওয়া তালিমে— ক্লাসিকাল, রবীন্দ্রসংগীত ও পল্লীগীতির ঘরানায়। সৌরভ বলেন, গান লেখা ও কম্পোজিশনের ১৫ বছরের নিরব সাধনার ফসল এই গানটি।
ধ্রুব মিউজিক স্টেশন সৌরভের গানটি সম্পর্কে বলেছে, “রাতের আকাশে চাঁদ আর তারার প্রেম যেন এক আদি রূপকথা। কিন্তু সেই চাঁদই যখন মিছেমিছি লুকিয়ে থাকে, তারা কি একলা হয়ে যায় না?” সম্পর্কের এই গভীর অনুভব থেকেই জন্ম নিয়েছে ‘একলা তারা’।
সৌরভ পেশাগতভাবে ব্র্যান্ড মার্কেটিংয়ে যুক্ত থাকলেও, সংগীতকে তিনি জীবনের মূল আবেগ হিসেবে দেখেন। ভবিষ্যতে গ্লোবাল প্ল্যাটফর্মে বাংলা গানকে তুলে ধরার পাশাপাশি মিউজিক মার্কেটিং নিয়েও কাজ করতে আগ্রহের কথা জানান।