‘১৩ দিনের মাথায় আমার দুইটা বুকের ধন চইলা গেল, আমি অনে বাঁচুম ক্যামনে’

‘১৩ দিনের মাথায় আমার দুইটা বুকের ধন চইলা গেল, আমি অনে বাঁচুম ক্যামনে’

চাঁদপুরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে কয়েক দিন আগে রুবেল সর্দার (২৭) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। এর ১৩ দিনের মাথায় তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম সর্দারের (৫৫) মৃত্যু হয়েছে।

Scroll to Top