এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাহাত হোসাইন (মাদারীপুর প্রতিনিধি): বলা হয়ে থাকে, শখের তোলা আশি টাকা কেজি। বাবা-মা ও নিজের শখ পূরণ করতেই ৮ বছর পর হেলিকপ্টারে চড়ে নিজ এলাকায় এলেন এক ইতালিপ্রবাসী। যা দেখতে ভীড় করেন শত শত শিশু-কিশোরসহ নানা বয়সের কৌতুহলী মানুষ। নেয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা।
জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের কাদের বেপারীর ছেলে উজ্জ্বল জীবিকার তাগিদে লিবিয়া হয়ে গত ৮ বছর আগে পাড়ি জমান ইতালি। সেখানে গিয়ে মা-বাবা, স্ত্রীসহ পরিবারের বাকি সদস্যদেরও পরবর্তীতে তিনি ইতালি নিয়ে যান। তার বাবা-মা ও উজ্জ্বলের শখ জাগে নিজ গ্রামে ফিরবেন হেলিকপ্টারে চড়ে। কারণ এই প্রত্যন্ত গ্রামে কখনো নামেনি হেলিকপ্টার। গ্রামের সহজ সরল মানুষগুলোও কখনো কাছ থেকে দেখেনি হেলিকপ্টার। তাই হেলিকপ্টারে গ্রামে আসার আয়োজন করা হয় গত কয়েকদিন ধরেই।
সোমবার দুপুরে ইতালিপ্রবাসী উজ্জ্বল বেপারী ও তার পরিবারের সদস্যদের নিয়ে হেলিকো এভিয়েশনের হেলিকপ্টার নামে গ্রামের বাড়ির মাঠে। পরে সেখানে তাদের ফুল দিয়ে বরণ করেন এলাকাবাসী ও স্বজনরা। এক উৎসবমূখর মিলন মেলার সৃষ্টি হয় সেখানে। মিষ্টি বিতরণ করা হয় এলাকাজুড়ে। নারী, পুরুষসহ বিভিন্ন বষসী কৌতুহলী মানুষের ভীড় ছিল চোখে পড়ার মত। অনেকেই জীবনে প্রথমবার এত কাছ থেকে হেলিকপ্টার দেখার আনন্দর ছিল উচ্ছসিত। মানুষের নিরাপত্তায় হেলিকপ্টার কোম্পানীর পক্ষ থেকে তৈরি করা হয় কঠোর নিরাপত্তা বেষ্টনী।
উজ্জ্বল বেপারী জানান, দীর্ঘদিন ধরে ইতালি থাকি। পরিবারের সদস্যদেরও বৈধভাবে ইতালি নিয়ে যাই। এলাকাবাসীর চাওয়া অনুযায়ী ও নিজের শখ পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে গ্রামেরবাড়িতে ফিরেছি। খুব আনন্দ লাগছে।
মা-বাবার ইচ্ছা পূরণ ও নিজের শখ পূরণ করতেই হেলিকপ্টারে আসেন উজ্জ্বল। তার মত সন্তান প্রতিটি ঘরে হলে ঘর আলোকিত হবে মনে করে স্থানীয়রা।