হেনরির দাপটে বোলিং, জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড | চ্যানেল আই অনলাইন

হেনরির দাপটে বোলিং, জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড | চ্যানেল আই অনলাইন

বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইটাও জমাতে পারেনি জিম্বাবুয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ব্যবধানে হার এড়ালেও বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক দল। তিন দিনে শেষ হওয়া ম্যাচে ম্যাট হেনরির দাপটে বোলিংয়ে রোডেশিয়ানদের ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

টসে জিতে আগে ব্যাটে নামা জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ১৪৯ রান করে। জবাবে নেমে কিউইরা প্রথম ইনিংসে করে ৩০৭ রান। ১৫৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে জিম্বাবুয়ের ইনিংস থামে ১৬৫ রানে। সফরকারীদের কেবল ৮ রানের লক্ষ্য দিতে পারে তারা। লক্ষ্যতাড়ায় নেমে ১ উইকেট হারালেও ২.২ ওভারে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।  দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।

কিউই পেসার ম্যাট হেনরি দুই ইনিংসেই দারুণ করেছেন। প্রথম ইনিংসে ১৫.৩ ওভারে ৩৯ রানে ৬ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ২১ ওভারে ৫১ রান খরচায় নেন ৩ উইকেট।

প্রথম ইনিংসে রোডেশিয়ানদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ক্রেইগ আরভিন। ৩০ রান করেন তাফাদজওয়া সিগা। এছাড়া নিক ওয়েলচ করেন ২৭ রান।

হেনরির ৬ উইকেটের পাশাপাশি নাথান স্মিথ নেন ৩ উইকেট।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ভালো করেছেন ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল। কনওয়ে ১৭০ বলে ৮৮ রান করেন। মিচেল করেন ১১৯ বলে ৮০ রান। এছাড়া উইল ইয়াং ৪১ এবং হেনরি নিকোলস ৩৪ রান করেন।

স্বাগতিক বোলাদের মধ্যে ব্লেসিং মুজারাবানি ৩ উইকেট নেন। তানাকা চিভাঙ্গা নেন ২ উইকেট।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪৯ রান করেন শন উইলিয়ামস। এছাড়া সিগা ২৭ রান এবং আরভিন ২২ রান করেন।

কিউই বোলারদের মধ্যে চার উইকেট নেন মিচেল স্যান্টনার। হেনরি ও উইলিয়াম ও’রোর্ক নেন ৩টি করে উইকেট।

৮ রানের লক্ষ্যে নেমে ৪ রানে ডেভন কনওয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড। পরে ইয়াং ও নিকোলস জয়ে নিশ্চিত করেন।

Scroll to Top