‘হেক্সা মিশনে’র ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা | চ্যানেল আই অনলাইন

‘হেক্সা মিশনে’র ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

উজবেকিস্তানের তাসখন্দে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর চলছে। ফাইনালে লড়তে চলেছে সাউথ আমেরিকান দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপের মতো ফুটসাল বিশ্বকাপেও ব্রাজিলের লক্ষ্য মিশন হেক্সা পূরণ করা, আর জিততে পারলে আর্জেন্টিনার দ্বিতীয় শিরোপা ঘরে আসবে।

রোববার ৬ অক্টোবর ফিফা ফুটসাল বিশ্বকাপে দশম আসরের ফাইনাল গড়াবে। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় জমজমাট ম্যাচের অপেক্ষা। শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

GOVT

২ অক্টোবর প্রথম সেমিফাইনালে নেমেছিল ব্রাজিল ও ইউক্রেন। ব্রাজিল ৩-২ গোলে হারায় ইউক্রেনকে, প্রথম দল হিসেবে ফাইনালে উঠে যায়। ‘বি’ গ্রুপে থাকা সেলেসাওরা শেষ ষোলোয় কোস্টারিকা, কোয়ার্টার ফাইনালে মরক্কো এবং সেমিফাইনালে হারায় ইউক্রেনকে।

৩ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ৩-২ গোলে ফ্রান্সকে হারিয়েছে। ‘সি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা শেষ ষোলোয় ক্রোয়েশিয়া, কোয়ার্টার ফাইনালে কাজাখস্তান এবং সেমিফাইনালে ফ্রান্সকে হারায়।

ফুটসাল বিশ্বকাপে পাঁচবারের দেখায় চারবার জয় পেয়েছে ব্রাজিল, একটি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। সবশেষ ২০২১ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা।

Scroll to Top