হাসানের ছোবলে ফিরলেন করুণারত্নে

হাসানের ছোবলে ফিরলেন করুণারত্নে
KSRM

গুড ল্যান্থে বল পিচ করেছিলেন হাসান মাহমুদ। হালকা মুভমেন্টে তা করুণারত্নের জন্য় হয়ে উঠেছিল দুঃস্বপ্নের মত। ব্যাটের কানা ছুঁয়ে বল যায় মুশফিকের গ্লাভসে। কিছুটা আগ্রাসী উদযাপনে ম্যাচের প্রথম সাফল্য এনে দেন হাসান।

এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে টস জিতে আগে বোলিং বেছে নেন সাকিব আল হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটে ৫১ রান। ক্রিজে আছেন পাথুম নিশাঙ্কা (২০) ও কুশল মেন্ডিস (৮)।

Bkash July

লঙ্কানদের ব্যাটে পাঠিয়ে প্রথম ওভারে বলে আসেন তাসকিন আহমেদ। প্রথম দুটি ডেলিভারিতে নিশানকাকে বিভ্রান্ত করেন তাসকিন। ইনসুইয়ের মুখে অল্পের জন্য বোল্ড হননি ডানহাতি ব্যাটার। পরের ওভারে আরেক পেসার শরিফুল ইসলামও কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট থেকে পেয়েছেন মুভমেন্ট।

তৃতীয় ওভারে আঘাত হানেন তাসকিন। তাসকিন আহমেদের আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। তাতে উল্লাসে মাতে বাংলাদেশ। কিন্ত রিভিউ নিয়ে এলবিডব্লিউ থেকে বেঁচে যান পাথুম নিশাঙ্কা। টিভি রিপ্লেতে দেখা যায় বলের উচ্চতা অনেকটাই বেশি। তাতে অল্পের জন্য শুরুতে সাফল্য বঞ্চিত হয় বাংলাদেশ।

I Screen Ami k Tumi
Scroll to Top