হাসান, লিটনের সৌজন্যে মিরপুরে বিরল কাণ্ড!

হাসান, লিটনের সৌজন্যে মিরপুরে বিরল কাণ্ড!
হাসান, লিটনের সৌজন্যে মিরপুরে বিরল কাণ্ড!

‘ঠিক আছে, দাঁড়াও…’ এখানে আরও নাটক আছে। অধিনায়ক লিটন দাস এবং বোলার হাসান মাহমুদ ইশ সোধিকে ফিরে আসতে ডেকেছেন, পরবর্তীতে ফিরে এসে আনন্দে বোলারকে জড়িয়ে ধরেছেন। নিশ্চিত রান আউটের শিকার হয়ে ফেরা সোধিকে ডেকে এনে বিরল নজিরই গড়ল অধিনায়ক লিটন দাস। 

ম্যানকাডে রান আউট করেও ব্যাটারকে ফিরিয়ে এনে অনন্য এক নজির স্থাপন করল বাংলাদেশ দল। ইনিংসে ৪৬ তম ওভারের চতুর্থ বলে পেসার হাসান  মাহমুদ তার রান আপে বেইল ফ্লিক করেন এবং আম্পায়ার ইরাসমাসের কাছে রান আউটের আবেদন করেন। টিভি রিপ্লেতে দেখা যায়, সোধির পিছনের পা ক্রিজের থেকে বেরিয়ে যায়। তাই নন-স্ট্রাইকার সোধি রানআউট হন।

হাসান মাহমুদের এই আউট করার পর অধিনায়ক লিটন দাস আম্পায়ারের সঙ্গে কথা বলছেন। মাঠ ছাড়তে যাওয়া সোধি এরপর ফিরে আসেন ক্রিজে, যেখানে পরের ব্যাটারও মাঠে ঢুকে যান। শুধু লিটন না দলের সবাই এদিন মানবিক রূপ নেন। সোধিকে নতুন জীবন দেওয়ায় তিনি দৌড়ে আসে হাসান মাহমুদের কাছে, এরপর জড়িয়ে ধরে তাকে জানান ধন্যবাদ।

সোধি নতুন জীবন পেয়ে আবারও ব্যাট করছেন। এসে পেয়েছেন আরও ১৮ রান। শেষপর্যন্ত তার আউটেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। সোধির ইনিংস থামে ৩৫ রানে। যা থেমে যেতে পারত ১৭ রানেই। 

Scroll to Top