01


প্রতিবেশীদের তুলনায় এই স্বামী-স্ত্রী ছিলেন অভাবী। পুরনো, ছেঁড়া জামাকাপড় গায়ে জড়িয়ে উৎসবের দিনেও তাকিয়ে থাকতেন অন্যদের জৌলুসের দিকে। কেউ যখন নতুন শাড়ি বা দামি পাঞ্জাবি কিনত, তখন তাঁরা পুরনো পোশাকে লজ্জা লুকিয়ে হাসতেন। কিন্তু হঠাৎ একদিন সব বদলে গেল! একসময় যাঁরা দু’বেলা খেতে পেলেও খুশি থাকতেন, তাঁরা হঠাৎ বিলাসবহুল জীবনযাপন শুরু করলেন। দামি গাড়ি, ঝকঝকে বাড়ি, নিত্যনতুন পোশাক—সবকিছুই যেন রাতারাতি বদলে গেল। কী করে? এর পর যা জানা গেল…শিউরে উঠবেন।