জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে কোন অপকর্ম জামায়াতকে স্পর্শ করেনি, কিন্তু যে দলই অতীতে ক্ষমতায় এসেছে তারা দুর্নীতি ও লুটপাট করেছে।
কক্সবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একটিমাত্র দল যাদের নিবন্ধন কেড়ে নেয়া হয়েছে, যা এখনো নিবন্ধন ফিরে পায়নি। সে সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, ২৪ এর গণহত্যার বিচার অবশ্যই আগে করতে হবে, তারপর অন্য কাজ।