তানজানিয়ায় স্বর্ণের খনি ধসের ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। গত সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনিয়াঙ্গা অঞ্চলের নয়নদোলওয়া স্বর্ণের খনিতে দুর্ঘটনাটি ঘটে। এটি রাজধানী দোদোমা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে স্থানটি।
সংবাদমাধ্যম এএফপি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এ তথ্য নিশ্চিত করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু বলেন, ‘খনিতে কর্মরত আমাদের ২৫ জন নাগরিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। চলমান উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দমকল ও উদ্ধারকারী বাহিনীকে সহায়তা করবে।’
শিনিয়াঙ্গার আঞ্চলিক কমিশনার বলেন ‘এরকম দুর্ঘটনা কেউই আশা করেনি। সবাই শান্ত থাকুন এবং চলমান উদ্ধারকাজে সহযোগিতা করুন।’
তিনি আরো বলেন, ‘চাপা পড়ার আগে ওই লোকজন খনি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ছিলেন।’
তানজানিয়া এই অঞ্চলে সোনা উৎপাদনকারী চতুর্থ বৃহত্তম দেশ। খনি শ্রমিকরা পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কাজে নেমে মাঝেমাঝেই বড় ধরনের দুর্ঘটনার শিকার হন।
গত বছরের জানুয়ারিতে অন্য একটি খনিতে ভূমিধসে ২২ শ্রমিকের প্রাণহানি ঘটে।