আগামী সেপ্টেম্বরে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে স্পেন। ‘ই’ গ্রুপের লড়াইয়ে নিজেদের প্রথম দুটি ম্যাচ সামনে রেখে দল ঘোষনা করেছেন কোচ ডি লা ফুয়েন্তে। বাছাইয়ের দলে সর্বোচ্চ ৭ জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন লা লিগার এবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা থেকে। রিয়াল মাদ্রিদের সুযোগ পেয়েছেন কেবল দুজন।
৪ সেপ্টেম্বর বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে স্পেন মুখোমুখি হবে বুলগেরিয়ার। ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে নামবে তুরস্কের বিপক্ষে। ম্যাচ দুটি সামনে সামনে রেখে শুক্রবার ২৬ সদস্যের দল দিয়েছে দলটি।
লা ফুয়েন্তের দলে আছেন বার্সেলোনার লামিন ইয়ামাল, ফেররান তরেস, দানি ওলমো, পাউ কুবার্সি, পেদ্রি, গ্যাভি ও ফেরমিন লোপেজ। রিয়াল মাদ্রিদের সুযোগ পেয়েছেন দানি কারভাহাল ও ডিন হুইজসেন।
স্পেন দল
গোলরক্ষক: উনাই সিমন, ডেভিড রায়া, অ্যালেক্স রেমিরো।
ডিফেন্ডার: দানি কারভাহাল, ডিন হুইজসেন, পেদ্রো পররো, দানি ভিভিয়ান, পাউ কুবার্সি, রবিন লে নরমান্ড, আলজান্দ্রো গিরমাল্ডো, মার্ক কুকুরেল্লা,
মিডফিল্ডার: মার্টিন জুবিমেন্ডি, রদ্রিগো, গ্যাভি, ফেরমিন লোপেজ, পেদ্রি, দানি ওলমো, মিকেল মেরিনো, ফেবিয়ান রুইজ,
ফরোয়ার্ড: লামিন ইয়ামাল, ফেররান তরেস, নিকো উইলিয়ামস, জেরেমি পিনো, মিকেল ওয়ের্জাবাল, আলভারো মোরাতা, জেসুস রদ্রিগেজ।