ধীরে ধীরে পরিণতির দিকে এগোচ্ছে ইউরোপের শীর্ষ ৫ ঘরোয়া লিগের লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগ বা ফ্রেঞ্চ লিগ আঁ-তে এরই মধ্যে ট্রফির গন্তব্য দৃশ্যমান। প্রিমিয়ার লিগে যেমন লিভারপুলের হাতেই লাগাম। আর লিগ আঁ-তে পিএসজির চ্যাম্পিয়ন হওয়া শুধুই সময়ের ব্যাপার। তবে স্প্যানিশ লা লিগা কিংবা ইতালিয়ান সিরি ‘আ’তে দৃশ্যপট ভিন্ন।
জার্মান বুন্দেসলিগাও শেষ মুহূর্তে জমে উঠতে পারে। উত্তাপটা অবশ্য শুধু চ্যাম্পিয়ন হওয়ারই নয়, শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া নিয়েও ক্লাবগুলো মধ্যে চলছে মিউজিক্যাল চেয়ার খেলা।