তাঁর এই কথাগুলো আর্জেন্টাইন সমর্থকদের জন্য ছিল বাজ পড়ার মতোই। টানা সাফল্যহীনতার মধ্যে থাকা আর্জেন্টিনা দলের বদলে যাওয়া তাঁর হাত ধরেই। শুরুটা স্বচ্ছন্দের না হলেও পরে সেই স্কালোনিই বদলে দেন সমীকরণ। লিওনেল মেসির নেতৃত্বে দলকে তৈরি করেন বিশ্বকাপের জন্য। যাঁরা পরে স্কালোনির ‘ব্লুপ্রিন্ট’ বাস্তবায়ন করে দেশকে শিরোপাও এনে দেন। এমনকি বিশ্বকাপ জয়ের পরও দলকে সঠিক পথে পরিচালিত করে একের পর এক জয় এনে দিয়েছেন এই কোচ। যে কারণে এমন একজন কোচের সম্ভাব্য বিদায়ের ঘোষণা দলকে বড় ধাক্কা দেবে, সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন স্কালোনি এমন আকস্মিক বিদায়ের ঘোষণা দিলেন? কী এমন ঘটেছে, যা তাঁকে এ ধরনের সিদ্ধান্তের দিকে চালিত করেছে?
স্কালোনির এই ঘোষণা সামনে আসার পর থেকে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো এর নানা ধরনের ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছে। কেউ কেউ বলেছে, বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সঙ্গে স্কালোনির সম্পর্ক আরও তিক্ত হয়েছে। তাঁর চুক্তি বাড়ানোর প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার বিষয়টিও নাকি মেনে নিতে পারেননি স্কালোনি। পাশাপাশি টিওআইসি স্পোর্টসের খবর অনুযায়ী স্কালোনি, তাঁর সহকর্মী এবং আর্জেন্টিনা দলের খেলোয়াড়েরা নাকি বিশ্বকাপ বোনাসও এখন পর্যন্ত পাননি।