সাদিয়া ইসলাম মৌকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। তিনি যুগের পর যুগ ধরে এ দেশের মডেল ও নৃত্যশিল্পীদের আইকন হয়ে আছেন।
ইদানিং বেছে বেছে একেবারেই অল্প কাজ করেন তিনি। কিন্তু যে কাজটি করেন সেটি ভক্তদের মনে জায়গা করে নেয়। তারই ধারাবাহিকতায় গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর অভিজাত আলোকি সেন্টারে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ফ্যাশন লেগেসি ২০২৫’-এর র্যাম্প মাতালেন এই লাস্যময়ী তারকা।

এদিন তিনি পরেছিলেন জনপ্রিয় ব্র্যান্ড ‘হুর’-এর এক্সক্লুসিভ কালেকশনের নতুন ফ্যাশন লাইন ‘সৌমিন আফরিন হট কুটর’-এর হলুদ-সী গ্রীণ লেহেঙ্গা। এই পোশাকে মৌকে র্যাম্পের মঞ্চে সত্যিই যেন আলো ঝলমলে অপ্সরীর মতোই দেখাচ্ছিল। তার ক্যাটওয়াক থেকে শুরু করে কনফিডেন্স, মেকাপ, স্টাইলিং ছিলো দারুণ নান্দনিক।
চুলগুলো বেঁধেছিলেন একটু রাবীন্দ্রিক স্টাইলে। নিজের ক্ল্যাসিক স্মোকি আই লুক আর তার সঙ্গে লম্বা বেনীতে তাজা ফুল, সিঁথি আর কানে কুন্দনের টিকলি-দুল। হাতভর্তি হলদে গোলাপী রেশমী চুড়ি। সবমিলিয়ে মৌয়ের তুলনা যেন শুধুই তিনি।

নজরকাড়া এই পোশাকটি ডিজাইন করেছেন তরুণ মেধাবী ডিজাইনার ও ‘হুর’-এর স্বত্বাধিকারী সৌমিন আফরিন। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘সকল ডিজাইনারেরই স্বপ্ন থাকে সাদিয়া ইসলাম মৌকে তার পোশাক পরানোর। আমি খুব কম কাজ করি, তারপরও মৌ আপুর সঙ্গে আমার এতো দারুণ একটি কাজ হয়ে গেলো। এজন্য আমি খুব খুশি। কিন্তু কাজটি করতে অনেক বেগ পেতে হয়েছে। কারণ, এই শোতে আমাকে আমন্ত্রণ জানানো হয় অল্প কিছুদিন আগেই। মাত্র ১০ দিনে দুটি কিউয়ের জন্য ভিন্ন ভিন্ন ডিজাইনের প্রায় দুই ডজন পোশাক রেডি করা কতোটা কঠিন কাজ তা যে কেউ অনুমান করতে পারবেন। তারওপর মৌ আপু ভীষণ খুতখুতে। তিনি সব ধরনের পোশাক পরবেন না, তাকে আগে পোশাকটির সঙ্গে এক ধরনের বোঝাপড়া তৈরি করতে হয়। একইসঙ্গে আমাকে এমন ডিজাইন করতে হয়েছে যা আসলে বিক্রিযোগ্য। যে কোন ক্রেতা যাতে আমার ডিজাইনগুলো পছন্দ করে সে দিকটিও বিবেচনায় রাখতে হয়েছে।’

সৌমিন আরও বলেন, ‘আমি বরাবরই দেশিয় এতিহ্যকে বহন করে কাজ করি। এবারও আমার পোশাকের থিম ছিলো জামদানি আর কাতানকে মিশ্রন করে এমন ডিজাইন ক্রিয়েট করা যা আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত হবে। শো স্টপার হিসেবে মৌ আপু যে পোশাকটি পরেছেন, সেটিও মূলত কাতান কাপড়ের। সঙ্গে কালার কন্ট্রাস্ট, জারদৌসি, ফ্রিলসহ নানা ধরনের কাজ করেছি। সবকিছুর সংমিশ্রনে কালেকশনটি দেখতে এতো চমৎকার হয়েছে। গায়ে হলুদের জন্য এটি পারফেক্ট একটি ড্রেস হতে পারে।’
