সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরব ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক প্রতিনিয়তই ঘনিষ্ঠ হচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, দেশটির একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা প্রতিদিনই একে অপরের কাছাকাছি যাচ্ছি। তবে আমরা ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করার বিষয়েও অগ্রগতি চাইছি। আমাদের জন্য ফিলিস্তিন ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এর সমাধান করতে হবে।
ইরানের পরমাণু কর্মসূচীর বিষয়ে তিনি বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র পায় তাহলে সৌদি আরবও তা পেতে চাইবে। ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে সৌদিও একই ধরণের পদক্ষেপ গ্রহণ করবে। যদিও ইরান সবসময় পরমাণু অস্ত্র তৈরি বা চাওয়ার কথা অস্বীকার করে আসছে।
সম্প্রতি সময়ে ইসরায়েল পাঁচটি আরব দেশের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্কের স্বীকৃতিকে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে একটি ঐতিহাসিক পুরস্কার হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল এবং সৌদি আরব উভয়ই ইরানকে তাদের শত্রু হিসেবেই মনে করে থাকে। তাছাড়া সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কথিত একটি চুক্তিসহ নিরাপত্তা গ্যারান্টিও চাইছে।