সোনার দাম বিশ্ব বাজারে আবারও রেকর্ড ছাড়ালো

সোনার দাম বিশ্ব বাজারে আবারও রেকর্ড ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব বাজারে সোনার দাম বেড়ে গিয়ে নতুন রেকর্ড স্থাপন করেছে। ইউরোপের ওপর শুল্ক আরোপের হুমকির পর এই দাম বৃদ্ধি ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওপর দুইশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

সোনার দাম বিশ্ব বাজারে আবারও রেকর্ড ছাড়ালো

ট্রাম্পের এই হুমকির কারণে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় সোনার দাম বেড়ে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ২,৯৭১ ডলার হয়ে গেছে। যা ফেব্রুয়ারির আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এটি মূলত যুক্তরাষ্ট্রে উৎপাদিত হুইস্কির ওপর ইউরোপের শুল্কের প্রতিশোধ হিসেবেই হতে পারে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, যদি শুল্ক অবিলম্বে প্রত্যাহার না করা হয়, তবে যুক্তরাষ্ট্র শিগগিরই ফ্রান্সসহ অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওপর এই শুল্ক আরোপ করবে।

আগে থেকে, মার্কিন প্রেসিডেন্টের ২৫ শতাংশ বর্ধিত শুল্কের ফলে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক কার্যকর হয়েছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরোপীয় ইউনিয়নও ২৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করেছে।

Samsung Galaxy S25 Edge: দাম, স্টোরেজ এবং ফিচার ফাঁস

এছাড়াও, কানাডা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২৯.৮ বিলিয়ন কানাডিয়ান ডলার মূল্যের পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিতে যাচ্ছে।

Scroll to Top