সোনামসজিদ স্থলবন্দরে রাস্তা নির্মানের উদ্যোগ নৌ-পরিবহণ উপদেষ্টার | চ্যানেল আই অনলাইন

সোনামসজিদ স্থলবন্দরে রাস্তা নির্মানের উদ্যোগ নৌ-পরিবহণ উপদেষ্টার | চ্যানেল আই অনলাইন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে মালামাল আনা নেওয়ায় রাস্তা না থাকায় সেখানে ৩ কিলোমিটার রাস্তা দ্রুত নির্মাণ করা হবে বলে জানিয়েছেন, নৌ-পরিবহণ উপদেষ্টার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন।

শুক্রবার (১ আগস্ট) সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে এক সভায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, সোনামসজিদ স্থলবন্দরে রাস্তা নির্মানের পাশাপাশি পানামা ইয়ার্ডের জায়গা বাড়ানোরও উদ্যাগ নেওয়া হবে এবং বন্দরে শ্রমিকদের চিকিৎসার জন্য একটি হাসপাতালও দ্রুত নির্মাণ করা হবে।

এর আগে নৌ পরিবহণ উপদেষ্টা পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে সোনামসজিদ স্থলবন্দরে অংশীজনদের সাথে মতবিনিময় করেন।

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এমসফিকুজ্জামান ও ব্যবসায়ী নেতারা।

এর আগে তিনি রাজশাহীর গোদাগাড়িতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শন ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

Scroll to Top