অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ছেলেদের সেমিফাইনালে জাপানের বিপক্ষে দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। তবে শেষঅবধি হার এড়াতে পারেনি। ৬-৪ গোলে জাপানের কাছে হেরে ফাইনালে খেলা হল না লাল-সবুজের প্রতিনিধিদের।
চীনের দাজহুতে প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল শোধ করে জাপান সমতা ফেরানোর পর মোহাম্মদ আব্দুল্লাহর ফিল্ড গোলে ফের ৩-২তে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারেও লিড ধরে রাখে লাল-সবুজের দল। কোন দলই গোল আদায় করতে পারেনি তখন।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে ছন্দ হারায় বাংলাদেশ। শুরুতে ইউমা ফুজিওরা সমতায় ফেরান জাপানকে। ৪৭তম মিনিটে অমিত হাসানের হিটে গোলরক্ষক পরাস্ত হলে ফের ৪-৩ গোলে লিড পায় লাল-সবুজের দল। ৫১তম মিনিটে সমতায় ফেরে জাপান। পরে আর লিড নিতে পারেনি বাংলাদেশ, হজম করে বসে আরও দুটি গোল। শেষ হয় ফাইনালে ওঠার আশা।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আসরের অন্য সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৩-৩ গোলে সমতায় ম্যাচ শেষ করলেও শ্যুটআউটে ৪-৩ ব্যবধানে হেরেছে মালয়েশিয়া। ফাইনালে জাপানের মুখোমুখি হবে পাকিস্তান।