সেপাক টাকরো কিংস কাপে বাংলাদেশের দুই দলের জয় | চ্যানেল আই অনলাইন

সেপাক টাকরো কিংস কাপে বাংলাদেশের দুই দলের জয় | চ্যানেল আই অনলাইন

থাইল্যান্ডে ৩৮তম আইএসটিএফ সেপাক টাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে থাই কিংস কাপের ডিভিশন ১ ‘এ’র নিয়মিত আসরে অংশগ্রহণ করেছে বাংলাদেশের দুটি দল। ছেলেদের দল মঙ্গলবার দুটি ম্যাচে জিতেছে। একই সাথে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে মেয়েরাও।

বাংলাদেশ ছেলেদের দল প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়া ও ইরাককে হারিয়ে কিংস কাপে দুর্দান্ত সূচনা করেছে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ সেটের রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ। প্রথম সেটে ৬-১৫ পয়েন্টে হেরে পিছিয়ে পড়ে। পরের দুই সেট বাংলাদেশ জিতে নেয় ১৫-৯ ও ১৫-১০ পয়েন্ট ব্যবধানে।

ইরাকের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পায় বাংলাদেশ। লাল-সবুজরা প্রথম দুই সেটেই ১৫-৮, ১৫-৯ পয়েন্ট ব্যবধানে ২-০ সেটে জয় পায় দ্বিতীয় ম্যাচে। দিনের তৃতীয় ম্যাচে চাইনিজ তাইপের কাছে ২-০ সেটে হেরে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ মেয়েরাও উজ্জ্বল ছিল। মেয়েরা শ্রীলঙ্কাকে ২-০ সেটে ১৫-৮, ১৫-১০ পয়েন্ট ব্যবধানে হারায়। জয়গুলো বাংলাদেশের সেপাক টাকরো দলের জন্য ইতিবাচক সূচনা এনে দিয়েছে, তাতেই আগামী ম্যাচগুলোয় আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

Scroll to Top