সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে সাইদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকেরসুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকেরমঙ্গলবার (১৮ মার্চ) ভোরে উপজেলার দক্ষিণ কলোনি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পরিবার জানায়, মাত্র ছয় মাস আগে সাইদুল ইসলাম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ভোররাতে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে সাইদুল বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে যান। এ সময় আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন।

লালমনিরহাটে পিস্তল-গুলিসহ আটক ৩

Scroll to Top