
সোনার বাজার কখনও স্থির নয়। বিশ্ব অর্থনীতির নানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে সোনার দামও ওঠানামা করে। বিশ্ববাজারে সোনার চাহিদা ও সরবরাহ অনুযায়ী দাম নির্ধারিত হয়। নিউইয়র্ক, লন্ডন, সিঙ্গাপুরের মত জায়গায় সোনার ফিউচার প্রাইসও প্রভাব ফেলে। যখন মুদ্রাস্ফীতি বেড়ে যায় অথবা মন্দার আশঙ্কা থাকে, তখন মানুষ নিরাপদ আশ্রয় হিসাবে সোনার দিকে ঝোঁকে, ফলে দাম বাড়ে।