পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। সফরকারী দলটির বিপক্ষে টি-টুয়েন্টিতে প্রথমবার সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে। ইতিহাস গড়ার মিশনে টসে হেরেছে বাংলাদেশ। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘার আমন্ত্রণে আগে ব্যাট করবে লিটন দাসের দল।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লিটন। জানান, দল ব্যাটিং-বোলিং দুদিকেই ভারসাম্যপূর্ণ। কোয়ালিটি ক্রিকেট খেলতে চান।
৬ ব্যাটার ও ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে টিম টাইগার্স। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে ফিরেছেন শরিফুল ইসলাম। ওপেনার তানজিদ তামিমকে বসিয়ে সুযোগ দেয়া হয়েছে নাঈম শেখকে।
পাকিস্তানের হয়ে অভিষেক হল পেসার আহমেদ ড্যানিয়েলের। আবরার আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তিনি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, শরিফুল, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব।
পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আলি আঘা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, সালমান মির্জা, আব্বাস আফ্রিদি, আহমেদ ড্যানিয়েল।