Last Updated:
ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গলের অনূর্ধ্ব ১৫ বেঙ্গল মহিলা ক্রিকেট টিমে ট্রায়ালের জন্য ডাক পেল দক্ষিণ দিনাজপুরের চামটাগুড়ি গ্রামের মেয়ে সায়ন্তনী মজুমদার।

ক্রিকেটার সায়ন্তনী
দক্ষিণ দিনাজপুর: ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অনূর্ধ্ব ১৫ বেঙ্গল মহিলা ক্রিকেট টিমে ট্রায়ালের জন্য ডাক পেল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সায়ন্তনী মজুমদার। শহর তীরবর্তী চামটাগুড়ি গ্রামের মেয়ে সায়ন্তনী অংশ নেবে কলকাতার সিএবি ইনডোরে। দক্ষিণ দিনাজপুর থেকে একমাত্র মহিলা হিসেবে এই সুযোগ পেয়ে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর কে গর্বিত করল প্রতিভাবান সায়ন্তনী মজুমদার।
সায়ন্তনী দীর্ঘ বছর ধরে ক্রিকেট খেলার অনুশীলন করে আসছে এবং পড়াশোনার পাশাপাশি তাঁর এই সাফল্যে কঠোর পরিশ্রম ও নিষ্ঠা প্রতিফলিত হয়েছে। সায়ন্তনীর এই কৃতিত্ব বালুরঘাটের অন্যান্য উঠতি মহিলা ক্রিকেটারদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠবে।
দক্ষিণ দিনাজপুর জেলা থেকে একাই রিপ্রেজেন্ট করতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা তথা শহর লাগোয়া চামটাগুড়ির বাসিন্দা সায়ন্তনী। শহরের টাউন ক্লাবে কোচ সাধন দত্ত ও গ্রিনভিউ ক্রিকেট অ্যাকাডেমিতে কোচ নবেন্দু দত্তের কাছে ক্রিকেট শেখে সে। পাশাপাশি, জেলা ক্রীড়া সংস্থার মহিলা ক্রিকেটে অনুশীলন চলে তাঁর। আগামীদিনে দেশের হয়ে মহিলা ক্রিকেট টিমে খেলতে চায় সে। ইতিমধ্যেই সিএবি থেকে সায়ন্তনীর নাম উল্লেখ করে ডিএসএ এর কাছে চিঠি এসে পৌঁছেছে। যেখানে আগামী ৩০ জুলাই পর্যন্ত এই ট্রায়াল প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে।
এই খবরটি বালুরঘাটের জন্য একটি গর্বের মুহূর্ত। বিশেষ করে গ্রামীণ এলাকার মেয়েদের জন্য। এই অঞ্চলের মেয়েদের খেলাধুলার ক্ষেত্রে সাধারণত সুযোগের অভাবে থাকে, তাই এই ধরনের সুযোগ জেলার পিছিয়ে পড়া খেলোয়াড়দের বিশেষভাবে উৎসাহিত করবে। জেলার ক্রীড়া বিশেষজ্ঞরা মনে করছেন সায়ন্তনীর প্রতিভা ও কঠোর পরিশ্রম তাঁকে দেশের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করবে। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মেয়ে বিভিন্ন খেলাধুলায় অংশ নিতে অনুপ্রাণিত হবে। সায়ন্তনীর সাফল্য দক্ষিণ দিনাজপুর জেলাকে দেশের মানচিত্রে আর নতুনভাবে উজ্জ্বল করবে বলে আশাবাদী সকলেই।
সুস্মিতা গোস্বামী
Kolkata,West Bengal
July 25, 2025 7:15 PM IST