সাহু সিজদার নিয়ম

সাহু সিজদার নিয়ম

সাহু সিজদা দেওয়ার নিয়ম বর্ণনা করা হলো:

১. নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে শুধু ডান দিকে সালাম ফিরানো।

২. সালাম ফিরিয়ে তাকবির বলে (আল্লাহু আকবার) সিজদায় যাওয়া।

৩. দুটি সিজদা দেওয়া

৪. সিজদা থেকে উঠে পুনরায় তাশাহহুদ (আত্তাহিয়্যাতু), দুরুদ ও দোয়া মাসুরা পড়া।

৫. তারপর উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজ সম্পন্ন করা। (ফাতহুল বারি, ইবনে হাজার আসকালানি, পৃষ্ঠা: ৩/১৮০, দারুল মা’রিফা, ১৯৮৯)

Scroll to Top