ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার এবং ওয়ারেন্টভুক্ত আসামি ৯৫২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫০৫ জন রয়েছে।
আজ রোববার (১৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ এ তথ্য জানিয়েছেন।
অভিযানকালে একটি দেশীয় এলজি ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে।