সাবেক দুই সংসদ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক দুই সংসদ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, তাঁর স্ত্রী শামীমা হাবিব, ছেলে আবির হাসান ও মেয়ে সাদিয়া হাসানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক। তাতে বলা হয়, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে ভূমিদস্যুতা, পরিবহন চাঁদাবাজি, পদ বাণিজ্য ও ডোনেশনের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।

  দুদকের পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার করে ছেলের নামে কানাডায় বাড়ি কেনাসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশযাত্রা ঠেকানো প্রয়োজন। আদালত শুনানি নিয়ে সাবেক সংসদ সদস্য হাবিব হাসান ও তাঁর স্ত্রী, ছেলে-মেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

Scroll to Top