
প্রতিবেদনে বলা হয়েছে, ময়মনসিংহ বিভাগের মনু ও ধলাই নদীসমূহের পানি সমতল আগামী ২৪ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। খোয়াই নদীর পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।
বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিক জোয়ার বিরাজমান আছে, তবে আগামী তিন দিন স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি; তবে উজানে ভারতের মিজোরাম ও ত্রিপুরায় ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় (উল্লেখযোগ্য আইজল (মিজোরাম) ৭৬ মিলিমিটার এবং কৈলাশহর (ত্রিপুরা) ৭৪ মিলিমিটার)।
আগামী ৭২ ঘণ্টা (২৬ আগস্ট সকাল ৯টা থেকে ২৯ আগস্ট ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে এবং উজানে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা প্রদেশে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
প্রধান অববাহিকার তথ্য
ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে।
গঙ্গা নদীর পানি সমতল আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে; অপরদিকে পদ্মা নদীর পানি সমতল আগামী দুই দিন হ্রাস পেতে পারে ও পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল আগামী ২৪ ঘণ্টা হ্রাস পেতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।
পোস্ট সাগরে লঘুচাপের সম্ভাবনা, যেমন থাকবে আবহাওয়া প্রথম উপস্থিত জুমবাংলা।