বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। সেই সাথে ধমকা ও ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে কক্সবাজারের উপকূলের উপর দিয়ে। জোয়ারের পানিতে উপকূলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে কয়েকটি এলাকায় লবণ পানি প্রবেশ করেছে। টেকনাফ সেন্টমার্টিন ও মগনামা কুতুবদিয়া নৌপথে যোগাযোগ বন্ধ রয়েছে। অনেকগুলো মাছ ধরার ট্রলার এখনো সাগর রয়ে গেছে। সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্কতার সাথে সাগরে নামার কথা বলা হয়েছে।
চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে বৃষ্টি শুরু হয়।
শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে জেলার উপর দিয়ে দমকা ও ঝড়ো হওয়া বয়ে যায়। দিনের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন চার ফুট বৃদ্ধি পেয়ে কক্সবাজার জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
কুতুবদিয়া উপজেলার কয়েকটি বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে লবণ পানি প্রবেশ করেছে বলে কুতুবদিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী জানিয়েছেন। মহেশখালীর মাতারবাড়ির সাইট পাড়া, ও দলঘাটার মুহরীঘোনা এলাকায় লোকাল এই লবণ পানি প্রবেশ করেছে বলে মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান আবু হায়দার জানিয়েছেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ জানিয়েছেন, সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্কতার সাথে গোসল করতে বলা হয়েছে। সৈকতে হাঁটু পানির নীচে নামতে নিষেধ করা হয়েছে। সৈকতে লাল পতাকা চিহ্নিত এলাকায় গোসল করতে নিষেধ করেছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা।
সাগরের জোয়ারের পানির ঢেউয়ের আঘাতে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।
সাগর উত্তাল থাকায় টেকনাফ সেন্টমার্টিন ও মগনামা কুতুবদিয়া নৌযান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ।
কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানিয়েছেন, সাগর উত্তাল থাকার পর অনেক ট্রলার উপকূলে আসলেও এখনো তিন শতাধিক ট্রলার সাগরে রয়ে গেছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে সাগর উত্থল থাকায়, সতর্ক সংকেত দেওয়া হয়েছে। বৃষ্টি আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।