সাকিবের বদলি ‘বিশ্বকাপজয়ী’ হাসান মুরাদ | চ্যানেল আই অনলাইন

সাকিবের বদলি ‘বিশ্বকাপজয়ী’ হাসান মুরাদ | চ্যানেল আই অনলাইন

দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে টেস্টের শেষ ম্যাচে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। মিরপুরে খেলার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে দুবাই পর্যন্ত আসলেও দেশে আসা হয়নি তার। এজন্য সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিবের বদলি হিসেবে প্রথমবার ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।

২৩ বর্ষী হাসান মুরাদ বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটে একমাত্র সাফল্য পাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। সে সময় বাংলাদেশ দলে বাঁহাতি স্পিনার হিসেবে দলে ছিলেন এ তারকা।

GOVT

বিসিবির নির্বাচকমণ্ডলীর সভাপতি গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, ‘আমরা জেনেছি যে সাকিবকে প্রথম টেস্টে পাওয়া যাবে না। তিনি তার টেস্ট ক্যারিয়ারের শেষের দিকে, কিন্তু তার অভিজ্ঞতার সাথে সাথে, আমাদের কাছে এখনও ব্যাট এবং বল উভয়েরই সেই সামর্থবান কেউ নেই তার জায়গা নেয়ার জন্য।’

‘যাইহোক, হাসান মুরাদ ফার্স্ট ক্লাস ক্রিকেটে ক্রমাগত পারফর্ম করে যাচ্ছে এবং আমাদের পর্যবেক্ষণে ছিল। সে আমাদের বোলিংয়ে ভারসাম্য বজায় রাখবে, বিশেষ করে ঘরের কন্ডিশনে। আমরা বিশ্বাস করি তার এই পর্যায়ে বোলিং করার ক্ষমতা আছে।’

হাসান মুরাদের ২০২১ সালে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক হওয়ার পর ৩০ ম্যাচে ১৩৬ উইকেট শিকার করেছেন।

Chokroanimation

Scroll to Top