বুধবার র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সাকিব আল হাসানকে সরিয়ে টেস্টে অলরাউন্ডারদের তালিকার সেরা তিনে উঠে এসেছেন বাংলাদেশের অফস্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বোলিং র্যাঙ্কিংয়ে তার একধাপ অবনতি হয়েছে।
টেস্ট অলরাউন্ডদের সেরা পাঁচেই ছিলেন মিরাজ। এবার দুধাপ এগিয়ে সেরা তিনে এলেন। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৯৭ রানের ইনিংস খেলেছিলেন। টেস্ট বোলিং র্যঙ্কিংয়ে ৩১এ থাকা মিরাজ অবশ্য নেমে গেছেন ৩২এ।
টেস্ট না খেলে একধাপ পিছিয়ে গেছেন সাকিব আল হাসান। অলরাউন্ডারদের তিনে থাকা সাকিবের অবস্থান এখন চারে। শীর্ষ ধরে রেখেছেন ভারতের বাঁহাতি রবীন্দ্র জাদেজা।
বোলিংয়ে তিন ধাপ উন্নতিতে জাসপ্রিত বুমরাহকে সরিয়ে শীর্ষে এসেছেন সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা। তিনে নেমে গেছেন বুমরাহ। একধাপ উন্নতিতে দুইয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড।