সাকিবকে নিয়ে সমালোচনা, হতাশ মাশরাফী – Allrounder BD

সাকিবকে নিয়ে সমালোচনা, হতাশ মাশরাফী – Allrounder BD

সাকিবকে নিয়ে সমালোচনা, হতাশ মাশরাফী – Allrounder BD

ইনজুরির কারণে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এর পর থেকেই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে শুরু হয় সমালোচনা। যা পছন্দ হয়নি বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্তজার। সাকিবকে নিয়ে সমালোচনা করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

লঙ্কানদের বিপক্ষে জয়ের পর মাশরাফী ব্যক্তিগত ফেসবুকে অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন, “সাকিবের ইনজুরি ছিল, তাই খেলতে পারেনি। দোয়া করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখছে বা বলছে, তার যেহেতু ইনজুরি তা হলে কী সে খেলবে নাকি বসে থাকবে! আবার অনেকে লিখছেন— তার যেহেতু ইনজুরি, তা হলে দল থেকে বের করে দেওয়া উচিত”

তিনি আরও লেখেন, “এটা কি কোনো কথা হলো? এ কী অসুস্থতা। এ কোন প্রজন্মকে দেখছি আমরা, কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে”

জাতীয় দল কারো একার নয়, এটা আমাদের দেশের সবার দল। টাইগাররা আমাদের প্রতিনিধি উল্লেখ করে মাশরাফী লেখেন, “এটা কি কোনো একজনের দল নাকি আমাদের দেশের দল? শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি। আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক ওরা। কারও প্রিয় ক্রিকেটার থাকবে না, কারও প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশা মতো পারফর্ম করবে না। কিন্তু দলটা তো আমাদের সবার। এটাই মনে রাখা উচিত। বিশ্বকাপে দলের পাশে থাকা আর ওদেরকে বিশ্বাস জোগানো এখন সবচেয়ে জরুরি”

The post সাকিবকে নিয়ে সমালোচনা, হতাশ মাশরাফী appeared first on Allrounder BD.

Scroll to Top