সাকিব বললেন, তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার | চ্যানেল আই অনলাইন

সাকিব বললেন, তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। হার্টে ব্লক ধরা পড়ে, দুপুরে পরানো হয় রিং। বিকেলে জ্ঞান ফিরেছে দেশসেরা ওপেনারের, পরিবারের সঙ্গে কথাও বলেছেন। আপাতত শারীরিক উন্নতির পথে তামিম। লাল-সবুজের কিংবদন্তি ওপেনারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের সাবেক সতীর্থ ও বন্ধু টাইগারদের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান।

;

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৮তম জন্মদিন ছিল সোমবার। তামিমের হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বিশেষ দিনে মন ভালো নেই সাকিবের। রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তামিমের জন্য দোয়া চেয়েছেন তিনি। সাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’

তামিমকে উদ্দেশ্য করে সাকিব লিখেছেন, ‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’

সবশেষে সবার কাছে দোয়া চেয়ে সাকিব লিখেছেন, ‘তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন-আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।’

বিকেএসপিতে সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ চলছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। অধিনায়ক হিসেবে টসে অংশ নেন তামিম। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তামিমকে। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের কেপিজে হাসপাতালে (বেগম ফজিলাতুন্নেছা হাসপাতাল)। বর্তমানে সেখানে এনজিওগ্রাম করালে হার্টে ব্লক ধরা পড়ে। পরে রিং পরানো হয়। হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন টাইগারদের ৩৬ বর্ষী বাঁহাতি তারকা ব্যাটার।

Scroll to Top